খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাতারের রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে।
কাতার থেকে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার জানান, কাতারে রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। দোহা থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে কাতার ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকাপড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসছে। ইতিমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, মালদ্বীপ, নেপাল ও বাহরাইনসহ আরও অন্যান্য দেশ থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০