নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবী আয়েশা আক্তার লিজা জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানালেন তার স্বজনরা। আজ সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় তার জন্মদিন পালন করা হয় বিশেষ সৌন্দর্যমন্ডিত একটি কেক কেটে। থার্টিফার্স্টের আমেজে স্বল্প পরিসরে অনুষ্ঠানে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লিজার শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা স্বজনরা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং তার
জন্মদিন উপলক্ষে শুভ কামনা। এরপর যথারীতি কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়। বিশেষ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিজা বলেন জন্মদিন পালন করার যেমন ইচ্ছে আমার না থাকলেও বড় ভাই বোনদের অনুরোধে হঠাৎ করেই বছরের শেষ দিনে একরকম আনন্দময় মিলন মেলা হয়ে গেল যা আমার সারা জীবন স্মরণ থাকবে। আয়েশা আক্তার লিজা খবর ২৪ ঘন্টাকে বলেন, আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে।
এম/কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০