খবর২৪ঘণ্টা ডেস্ক:আরহান সিং, সাম্প্রতিক একটি ঘটনার জেরে এই নাম এখন পরিচিত৷ রাস্তায় আরহানের আবর্জনা ফেলা নিয়ে অনুষ্কার বিরোধিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এই মুহূর্তে চর্চার হট টপিক৷
ভিডিও ভাইরাল হওয়ার পর আরহান সিংয়ের মা যদিও অনুষ্কাকে কড়া কথা শুনিয়ে সোশ্যাল মিডিয়াতেই লম্বা-চওড়া পোস্ট দেন৷ অনেকে যেখানে বিরুষ্কার প্রশংসা করেছে, সেখানে আবার অনেকেই একে সস্তার বালিসিটি স্টান্ট বলতেও ছাড়েনি৷ তবে অনুষ্কার সমর্থসনে এগিয়ে এসেছেন বলিউড সেলেবস্ রণবীর সিং এবং করণ জোহর৷
আর এবার বলি সেলেবের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও অনুষ্কাকে সাপোর্ট করে ট্যুইট করলনে৷ তিনি লেখেন, “বিরাট-অনুষ্কার কি সত্যিই পাবলিসিটি স্টান্টের প্রয়োজন আছে? তারা নিজেরাই প্রাইভেসি চান৷ আমাদের আচরণ আমাদের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়৷ …আসুন ভারতে পরিচ্ছন্ন রাখি
প্রসঙ্গত, গাড়িতে যেতে যেতে প্লাস্টিক ছুঁড়ে রাস্তায় ফেলতে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ সেটা দেখা মাত্র ওই ব্যক্তিকে ধমক দেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ তার একদিন পর ফেসবুক পোস্টে অনুষ্কা শর্মাকে পাল্টা আক্রমণ করেন ওই ব্যক্তি৷
ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আরহান সিং৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেছেন, অনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘রোডসাইড পার্সন’৷
বিরাট কোহলি যে ভিডিওটি আপলোড করেন তাতে দেখা গিয়েছে, একটি গাড়িতে যাচ্ছেন অনুষ্কা। পাশে আর একটি গাড়িতে এক ব্যক্তি। সেই ব্যক্তি একটি প্যাকেট ফেলার চেষ্টা করছে গাড়ির কাঁচ খুলে। এই দৃশ্য দেখেই রেগে যান অনুষ্কা। কাঁচ নামিয়ে তিনি বলে ওঠেন, ‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন?’ চীৎকার করে তিনি বলছেন, ‘রাস্তাটা প্লাস্টিক ফেলার জায়গা নয়।’
এটা ছিল কয়েনের একটি দিক৷ ঘটনার সময় আরহান ফেসবুকে তাঁর নিজের মনোভাব ব্যক্ত করেছেন৷ জানিয়েছেন, গাড়ি চালানোর সময় অতি নগণ্য মাত্রার একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছিলাম৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাঁচ নামতেই দেখি সামনে সুন্দরী অনুষ্কা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তারস্বরে চিৎকার করছেন৷ যেন মনে হচ্ছে কোনও রোডসাইড পার্সন৷ আমি আমার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করি৷ কিন্তু অনুষ্কা শর্মা কোহলি যদি তার শব্দ চয়নে একটু সংযত হতেন তাহলে তার স্টারডম কমে যেত না৷
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০