রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়িতে এসে মির্জা মাহমুদ (২৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। তার বাড়ি দুর্গাপুর উপজেলা আলিয়াবাদ গ্রামে।
রোববার (৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মাহমুদের খোঁজ মিলছে না বলে জানান তার বাবা হাসান মাষ্টার।
হাসান মাষ্টার জানান, পরিবার নিয়ে পুঠিয়ার নন্দনপুর তার শ্যালক জজ মাষ্টারের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিেলন। বিয়ের অনুষ্ঠান থেকে গতকাল রোববার সন্ধ্যার পর থেকে তার ছেলে মাহমুদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুঠিয়া উপজেলার নন্দনপুর-তেলিপাড়ার মাঝে তাকে শেষবার দেখা গেছে। পরবর্তীতে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ছেলে অনেকটা মানসিক প্রতিবন্ধী ধরনের।
তিনি আরো জানান, থানায় এখনো জানানো হয়নি। আত্মীয় স্বজনরা সবাই তাকে খুঁজে পেতে চেষ্টা করছে। আজকের মধ্যে তার ছেলের কোনো সন্ধান না পেলে থানায় জিডি করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০