নিজস্ব প্রতিবেদক :
আ’লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দিতে পারলেন না জেলা আ’লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রোববার দুপুর ১২টার পর থেকে রাজশাহী জেলা শিল্প কলা একাডেমীতে এ সভা শুরু হয়। সভায় রাজশাহী বিভাগের ৮টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কোন্দলের কারণে বক্তব্য
দিতে না দেয়ার বিষয়টি সভায় জানিয়ে দিয়ে দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৫ নভেম্বর রাজশাহী জেলা নিয়ে ঢাকায় বৈঠক হবে। সেখানেই রাজশাহী জেলার বিষয়ে সিদ্ধান্ত হবে। ওই বৈঠকে রাজশাহীর নেতাদের ডাকা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, কেন্দ্রীয়
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০