খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার কথা ভাবছেন? বিয়ে করেছেন কি? তাহলেই আপনি কিন্তু বোটানিক্যাল গার্ডেনে ঢোকার সুযোগ পাবেন। না হলে কিন্তু নয়। কারণ, এবার থেকে বোটানিক্যাল গার্ডেনে বিবাহিত মহিলারাই ঢুকতে পারবেন। যদিও এই গার্ডেন হাওড়াতে নয়।
তামিলনাড়ু বোটানিক্যাল গার্ডেনে এমনটাই আজব নির্দেশিকা জারি করা হয়েছে। আর নির্দেশিকা ঘিরে তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ। এমনকি, নির্দেশিকা জারি হওয়ার পর থেকে হঠাত করে অনেকটাই কমে গিয়েছে বাগানের দর্শক সংখ্যা।
তামিলনাড়ুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তৈরি এই বোটানিক্যাল গার্ডেন। তাঁদের তরফে দেওয়া নির্দেশিকাতে বলা হয়েছে, অবিবাহিত যুগলেরা বাগানের মধ্যে নানারকম নোংরামি শুরু করেছে। আর তাঁদের এই কাজের জন্যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাগানের কর্মীদের। আর সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে, যাঁরা আসছেন তাঁরা বিবাহিত কিনা জানতে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
তামিলনাড়ুর উদ্যান বিভাগের আধিকারিক অধ্যাপক কানান জানিয়েছেন, বাগানে প্রচুর বনৌষধি এবং বিরল প্রজাতির গাছ রয়েছে। সেগুলির নষ্ট হয়ে যাচ্ছিল অযাচিত ভিড়ে। আর সেজন্যে এই নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে কতৃপক্ষ।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০