বিধ্বস্ত বিমানের মূল কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবেঃ সামরিক বাহিনীর প্রধান - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০১৮, ১:০৯ পি.এম
বিধ্বস্ত বিমানের মূল কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবেঃ সামরিক বাহিনীর প্রধান
খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান বুধবার জোর দিয়ে বলেছেন, দেশটির বিধ্বস্ত বিমানের মূল কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে। এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৮৯ জন নিহত হওয়ার আশংকা করার দু’দিন পর তিনি এমন মন্তব্য করলেন।
দেশটির সেনাবাহিনী প্রধান হাদি তাহজান্ত বলেন, কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সনাক্তকরণ অত্যাধুনিক সোনার প্রযুক্তি(শব্দ তরঙ্গ পাঠানোর মাধ্যমে) ব্যবহার করে তারা বোয়িং ৭৩৭-ম্যাক্স বিমানটির অবস্থানের একটি এলাকা চিহ্নিত করতে পেরেছে।
তিনি জাকার্তায় সাংবাদিকদের বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জেটি ৬১০ বিমানের বিধ্বস্ত কাঠামো পড়ে থাকার নির্দিষ্ট স্থান আমরা চিহ্নিত করতে পারবো।’ কর্তৃপক্ষ ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়ার আশায় ৩০ থেকে ৪০ মিটার পানির নিচে ডুবে যাওয়া বিমানটির অবস্থান অনুসন্ধান করছে। আর এই ডেটা রেকর্ডার দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সোমবার বিমানটি সাগরে বিধ্বস্ত হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০