রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে নৌকা নাগরদোলার কর্মচারীর মৃত্যু হয়েছে। ওই কর্মচারীর নাম ফাইছাল হোসেন(১৬)।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঠিয়া রাজবাড়ি মাঠে এ ঘটনা ঘটে।ফাইছালের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগরপাড়া এলাকায়। তবে তার বাবার নাম জানাতে পারেননি নৌকা নাগরদোলার কর্ণধার আকরাম হোসেন।
আকরাম হোসেন বলেন, দু' দিন পর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলা শুরু হবে। আমার নাগরদোলার মন্ঞ্চ তৈরির কাজ চলছিল। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ফাইছাল অসাবধানতার কারনে বিদ্যুতায়িত হয়। তাকে দ্রুত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইছালের মৃতদেহ রাতেই তার বাড়িতে পাঠানো হয়েছে।
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএও আব্দুল মতিন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত একজনকে জরুরি বিভাগে এনেছিল তার লোকজন। পরে তাকে নিয়ে গেছে তারা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। আপনাদের কাছে শুনলাম।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০