খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী (৬) ও শাহরিয়ার রহমান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলী ফরিদপুর ইউনিয়নের তাজপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। সে মহেশপুর গ্রামে তার নানা আজাহারের বাড়িতে থাকতো। অপর শিশু শাহরিয়ার রহমান একই ইউনিয়নের মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মহেশপুর গ্রামের শাহীন মিয়ার বাড়ির বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের ওপর পড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় শিশু দু’টি খেলতে খেলতে ওই ঘরের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০