বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৫:০৯ পি.এম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় নিজ বাড়িতে মারা যান।
ফারুক নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা। তিনি মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।
সহপাঠী কাওছার হেসেন বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। সেখান থেকে থানা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আত্রায় থানার ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন তিনি। এসময় বিদ্যুতস্পৃষ্ঠ হলে তাকে থানা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০