খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের এই মুহুর্তে দেশে না আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে প্রথমবারের মতো যে তিনজনকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে তাদের অবস্থার উন্নতির খবরও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রী দেশে করোনাভাইরাসে নতুন করে আর কোনো রোগীও পাওয়া যায়নি বলে জানিয়েছেন। এর আগে সামিট গ্রুপের পক্ষ থেকে পাঁচটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
গত রবিবার করোনাভাইরাসে তিনজন আক্রান্ত বলে জানানয় আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলে বুধবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আক্রান্ত তিনজনের অবস্থা মোটামুটি ভালো। আশা করছি তারা সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরবেন।’
যারা বিদেশে রয়েছেন তাদেরকে এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে তিনটি কমিটি কাজ করছে। উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিদেশ থেকে কেউ আসলে তাদের শনাক্ত করে আলাদা করা হবে।’
থার্মাল স্ক্যানারের বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘স্ক্যানার দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা হয় না। এই মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা ডিটেক্ট করা হয়। কারও তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।’
বর্তমানে তার মন্ত্রণালয়ের কাছে মোট দশটি স্ক্যানার রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় স্ক্যানার স্থাপন করা হয়েছে নতুন মেশিনগুলো সেখানে ব্যাকআপ হিসেবে থাকবে এবং নতুন স্থানেও স্থাপন করা হবে।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০