নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও অবস্থান সবাই জানেন। সম্প্রতি সহযোগী সংগঠনের গঠিত কমিটিগুলোতে দেখেছেন, আগামীতে আওয়ামী লীগের সম্মেলনেও দেখবেন, যারা নিজেদের সম্রাট বানিয়েছে, চুরি-ডাকাতি, লুটতারাজ করেছে, তাদের কোন কমিটিতেই কোন স্থান হবে না।
শনিবার সকালে শহীদ খোকন পার্কে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ১১ বছর আগে আমরা কি কখনো ভাবতে পেরেছি, নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে পারব, ঢাকা-চট্রগ্রাম ছয় লেনের রাস্তা হবে, ঢাকা থেকে আশুলিয়া হয়ে এলেঙ্গা হয়ে বগুড়ার পাশ দিয়ে বাংলাবান্ধা পর্যন্ত ছয় লেনের রাস্তা হবে, কখনো ভাবতে পেরেছি এদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় দুই হাজার মার্কিন ডলারে পৌছাবে, জিয়াউর রহমানের আমলে যেখানে দিনে ১০/১২ বার বিদ্যুৎ চলে যেত, এখন কখন যায় সেটা মনে করতে হবে, এতোকিছুর পরও কি বগুড়ার মা-বোনদের কাছে বলতে হবে নৌকায় ভোট দিন? বগুড়াতে আওয়ামী লীগে এগিয়েছে, আর একটু এগুতে হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এদেশের মানুষ সহজ-সরল। দীর্ঘদিন যাবৎ দেশের মানুষকে বিভ্রান্ত করেছে বিএনপি। নির্বাচন আসলেই বিএনপি বলে আওয়ামী লীগ হিন্দুদের দল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে নামাজ হবে না ইত্যাদি। মানুষকে আর বিভ্রান্ত হতে দেয়া
হবে না। মানুষদের সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে বুঝিয়ে আওয়ামী লীগের পক্ষে আনতে হবে। এজন্যই ভালো নেতৃত্ব নির্বাচিত করতে হবে। যে নেতা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে দাঁড়াবে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটা একটা করে অসমাপ্ত কাজ শেষ করছেন। আমাদের সবাই মিলে একসাথে কাজ করে যেতে হবে।
বগুড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন সম্মেলনের সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধক বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ মকবুল হোসেন উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও শেরপুুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।
এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বগুড়া জেলা পৌর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মঞ্চে প্রধান অতিথি মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রধান অতিথিসহ সকল অতিথিকে ব্যাচ পরিয়ে দেয়া হয়।
এরআগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বগুড়া সার্কিট হাউজে পৌছালে বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যদিকে বগুড়া পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া পৌর আওয়ামী লীগের বর্তমান আহবায়ক রফি নেওয়াজ খান রবিন। সাধার সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিল অধিবেশন বগুড়া জেলা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিলরবৃন্দ ভোট প্রদান করছেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০