খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বুথ ফেরত জরিপ দেখে উচ্ছ্বাসে ভাসছে বিজেপি। শপথের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অধিকাংশ বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার ইঙ্গিত পাওয়া গেছে। আর এই পূর্বাভাসকেই সঠিক মনে করছে দলটি।
২৩ মে ভোটের ফল প্রকাশ হওয়ার কথা। তার আগে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানান অমিত শাহ। এখানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, শিরমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল ও সুখবীর বাদল, এলজেপি থেকে রামবিলাস ও তার ছেলে চিরাগ পাসোয়ান।
এনডিটিভি বলছে, নৈশভোজের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশাল ফুলের মালা পরানো হয়। পরে শপথ বিষয়ক আলোচনা হয়। তিনি ভাষণও দেন।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, কমপক্ষে আটটি বুথ ফেরত জরিপে এগিয়ে এনডিএ। সেখানে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও অন্যরা শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদির আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারছে না।
একটি মাত্র জরিপ ছাড়া সবকটিতেই এনডিএ জোটকে রাখা হয়েছে ২৭৭ আসনের উপরে, যেখানে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২ আসন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০