খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ শাওন। গ্রামবাসীরা হলেন- মজিদ, শাহাব মিয়া, আকবর ও আহম্মদ আলী।
গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। অপর দিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ওই সংঘর্ষে ছেলে ও স্বামীর মৃত্যুর খবর শুনে এক নারীর মৃত্যু হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০