খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজিএমসি) এর কোনো কাজ নেই। সংস্থাটিকে অনেক টাকা দেয়া হয়েছে। তারা যেভাবে কাজ করছে তাতে পাটের উন্নয়ন হবে না। অব্যবস্থাপনার দায়ে বিজিএমসিকে বন্ধ করে দেয়া উচিত।
বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে বুধবার সকালে অর্থমন্ত্রীর নিজ দপ্তরে মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রকাশিত ‘প্রয়াস’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের কারণে পাট শিল্প এগিয়ে যাচ্ছে না, গেলো সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের কারণে পাটশিল্প এগিয়ে যাচ্ছে না, এটা তার ব্যক্তিগত মতামত। তবে পাট টিকিয়ে রাখতে হলে বিজিএমসিকে বিলুপ্ত করে দিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত। ইট শুড নট হ্যাভ এনি এক্সিসটেন্স। মন্ত্রণালয়ে সমন্বয়ের একটা সেল থাকবে, তারাই সব দেখবে। আমি তাদের অফিসিয়ালি বলেছি। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে। বিজেএমসি বহাল তবিয়তে রয়েছে।
তিনি বলেন, এ প্রক্রিয়ায় ওল্ড বিজেএমসির এক্সিসটেন্সের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বলেছি বিজেএমসির কোনো জায়গা নেই এই নতুন ব্যবস্থায়। নতুন ব্যবস্থায় আমরা বলছি সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হবে। সেখানে বিজেএমসি ইট শুড বি অ্যাবুলিশ (বিলুপ্ত করা)।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০