খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ এনে বিতর্কে তনুশ্রী দত্ত। এরই মধ্যে নতুন গুঞ্জন। ‘বিগ বস’-এ নাকি দেখা যেতে পারে তাঁকে। তবে সেই খবর নিছক গুজব বলেই শোনা যায়। কিন্তু মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নাকি হুমকি দিয়েছে, সত্যিই যদি তনুশ্রী বিগ বসের ঘরে যান তাহলে লোনাভালার সেট ভাঙচুর করা হবে! তেমনই দাবি তনুশ্রীর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তনুশ্রী জানিয়েছেন, ‘নবভারত টাইমস’ নামে মহারাষ্ট্রের এক দৈনিক সংবাদপত্রের কাছে দেওয়া সাক্ষাৎকারে রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার যুব শাখা ওই হুমকি দিয়েছেন। মুম্বই পুলিশ তনুশ্রীকে ২৪ ঘণ্টার নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। এরই মধ্যে সশস্ত্র বাহিনী তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তনুশ্রী।
মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতেই পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে তনুশ্রীকে। নানা পটেকরের প্রতি কোনও রকম বিরোধিতা দেখানো হচ্ছে না।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০