খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ও ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানান, আর্থিক খাত বিশেষত ব্যাংকিং সেক্টর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে চায় বিএনপি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০