খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটির মধ্য দিয়ে নিজেদেরকে আরো শাণিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের।
কার্ডিফের সোভিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে দল দুটির লড়াই। এর আগে বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়।
দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও। কেননা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হার মেনে মূল টুর্নামেন্টের আগে হোঁচট খেয়েছে বিরাট কোহলির দল।
ম্যাচটির আগে বাংলাদেশ শিবির দারুণ ফুরফুরে। ইংল্যান্ডের মাটিতে পা রাখার আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। বহুজাতিক টুর্নামেন্টে এটাই টাইগারদের প্রথম শিরোপা। দলের সব খেলোয়াড় আছেন দারুণ ফর্মে।
তবে ভারতের সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের রেকর্ড তেমন একটা ভাল নয়। ৩৬টি ম্যাচ খেলেছে দু’দল। মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ, ২৯ জয় ভারতের। একটি ম্যাচ পরিত্যক্ত ও আরেকটিতে ফলাফল পর্যন্ত পৌঁছেনি। সবশেষ চার বছর আগে টানা দুই ম্যাচ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ দল। এরপর টানা চারটি গুরুত্বপূর্ণ ওয়ানডে হারে তারা। এর মধ্যে অবশ্য মাশরাফীবাহিনীর শক্তি অনেক বেড়েছে। তাই এবার ভারতের বিপক্ষে উজ্জীবিত এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০