বিকজেএসসি'র রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠিত - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০১৮, ২:৪৮ পি.এম
বিকজেএসসি’র রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠিত
রাবি প্রতিনিধি : একতাই বল যোগাযোগই সম্বল' এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন বিজেএসসি বা বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল এর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. উজ্জ্বল হোসেনকে সভাপতি ও রাহিনুল ইসলাম রিংকু কে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
আজ সকালে সংগঠনটির সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে রবিন বিশ্বাস, মোমিনুর রহমান, নিঝুম সরকার তিথি, আলী ইউনুস হৃদয়, আতাউর শাওন, সুজন মিয়া, তানজিমা রহমান তাসনিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন, উম্মে কুলসুম কনি, সাদ্দাম হোসেন, শারমিন আক্তার পুস্প, হোসাইন মোহাম্মদ নাজ্জার। সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাতুল, ফজলে রাব্বি সোহাগ, হীরা আক্তার প্রীতি, দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ, উপ-দপ্তর সম্পাদক শ্রাবণী আনোয়ার, মিলন মিয়া, প্রচার সম্পাদক অন্তর রায় প্রণব, অর্থ সম্পাদক পিয়াল রহমান এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০