নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদাতকে কলেজ অধ্যক্ষর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ মার্চ রাজশাহীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ পরিচালনা কমিটি এ আদেশ দেয়।
সালমা শাহাদাত ২০০৩ সাল থেকে ওই কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব থেকে তাকে সরিয়ে কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মাহমুদা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে কলেজ পরিচালনা কমিটি।
গত ২০ মার্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্বভার হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে সালমা শাহাদাতকে। কিন্তু তিনি সেটি না করে শনিবারও কলেজ করেছেন।
কলেজটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বপালন করছেন রাজশাহী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা। এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, অধ্যক্ষ সালমা শাহাদাতের বিরুদ্ধে অনিয়মের ৯টি অভিযোগ রয়েছে। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কলেজ পরিচালনা কমিটি। কিন্তু ওই নোটিশের জবাব দেননি অধ্যক্ষ। এরই প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশের কপি সালমা শাহাদাতকেও দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে ওই কপি। এখন জোর করে কলেজ করছেন তিনি।
এ সংক্রান্ত আদেশের চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছেন সালমা শাহাদাত। তিনি বলেন, আজই (শনিবার) আদেশের চিঠি হাতে পেয়েছেন তিনি। সভাপতি এককভাবে তাকে সাময়িক বরখাস্ত করেছেন। এটি তিনি করতে পারেন না।
তার ভাষ্য, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সভাপতি কলেজের একজন শিক্ষককে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে বলেছিলেন। বিধি বহির্ভূত হওয়ায় সভাপতির এ সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি। এতে ক্ষুদ্ধ হয়ে সভাপতি এ আদেশ দেন। আর এ কারণেই তিনি কলেজ করছেন। আগামীতেও করবেন বলে জানান সালমা শাহাদাত।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০