খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ইস্কাটনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই তল্লাশি চালানো হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার জানান, বুধবার রাত ১০টার দিকে কায়সার কামালের বাসায় প্রবেশ করে ডিবি পুলিশের একটি দল। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে তারা ওই বাসা তল্লাশি করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই বাসা থেকে গোয়েন্দা পুলিশের দলটি বেরিয়ে যায়।
বুধবার রাতে ইস্কাটন এলাকায় কর্তব্যরত রমনা থানার এসআই মোশারফ হোসেন জানান, ডিবি পূর্ব বিভাগের একটি দল কায়সার কামালের বাসার সামনে অবস্থান নেয়। রাত ১১টা ২৪ মিনিটে দলটি ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে তারা আবার আসতে পারে বলে জানিয়ে যায় কায়সার কামালকে।
কী কারণে ডিবি পুলিশের দলটি কায়সার কামালের বাসায় গিয়েছিল, তা জানাতে পারেননি তিনি।
কায়সার কামালের ওই বাসার কেয়ারটেকার বাবলুও গণমাধ্যমকে জানান, রাতে ওই বাসায় ডিবি পুলিশের কর্মকর্তারা এসেছিলেন। তবে তারা কাউকে আটক করেনি। বাসায় কিছুক্ষণ অবস্থান করে চলে যান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০