খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি নববর্ষকে ধর্মীয় আবরণ দেয়ার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশে এমন কোনও অশুভ শক্তি না আসে যারা সমাজ, ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত করতে পারে। কারণ বাংলা আমাদের দেশ, এখানে কোনও অপশক্তি থাকতে পারে না।
ধর্ম-বর্ণ নির্বিশেষে এ উৎসব সবার উল্লেখ করে তিনি বলেন, শহর, গ্রাম সবখানেই সবাই একসঙ্গে নববর্ষের উৎসব উদযাপন করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে এ উৎসব উদযাপন করে। বিদেশে এ উৎসব করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সবাই মন খুলে একাত্ম হয়ে যাতে এ উৎসব পালন করতে পারে আমরা তার ব্যবস্থা করেছি। গত বছর থেকে আমরা নববর্ষে ভাতার ব্যবস্থা করেছি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০