সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই মিষ্টি নিয়ে গেলেন নির্বাচনে পরাজিত প্রার্থীদের বাসায়। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আবদুল কাদের মির্জা তার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনের বাসায় যান।
এ সময় তিনি তাদের বলেন, আপনাদের সহযোগিতা থাকার কারণে আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছি। এ জয় শুধু আমার না, আপনাদেরও। এ সময় তাদের কাছে তিনি অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূল করে পৌরসভা পরিচালনায় তাদের সহযোগিতা চান। এ নিয়ে আগামী কিছুদিনের মধ্যে তারা বৈঠকে বসার সিদ্ধান্ত নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমূখ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০