খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বিএনপি মহাসচিব ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠন ও রাজনীতি করায় শাহীনের অপরাধ, তাই তাকে জীবন দিতে হলো। এ হত্যাকাণ্ডের ঘটনায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খুবই ব্যথিত, মর্মাহত। তাদের নির্দেশেই নিহত শাহীনের পরিবারকে সান্ত্বনা দিতে এসেছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই, মানুষের জীবনের মূল্য নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি নেতা শাহীনের নৃশংস হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, বিচার ও ইনসাফ না থাকায় দেশে মানুষকে পুড়িয়ে হত্যা, ধর্ষণের পর হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। তাই দেশের মানুষকে সব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, রুখে দাঁড়াতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, নেত্রী কারাগারে খুব অসুস্থ, হুইলচেয়ার ছাড়া চলাফেলা করতে পারেন না। আর তারেক রহমান দেশের বাইরে আছেন। তিনি তাদের জন্য দোয়া চেয়ে বলেন, আমরা বগুড়াবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব।
নেতাকর্মীদের নিহত শাহীনের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। তিনি শাহীনের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ধৈর্য ধরতে বলেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই, হত্যার বিচার নেই। অবৈধ সরকারের দুঃশাসনের ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহীনকে হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে শাহীনের খুনিদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, শাহীন হত্যার পর থেকে তাদের আন্দোলন চলছে। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
এ সময় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০