বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হালিম নাদিম মোস্তফার জামিন আবেদন মঞ্জুর করেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
পরে জামিন আদেশের কপি কারাগারে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন এই বিএনপি নেতা। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০