খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা ১১ টায় রাজধানীর মিরপুরের কাঁচাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। এ হামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ সকাল ১১টার দিকে মিরপুর কাঁচাবাজার এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি। কিছুক্ষণ পরেই মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০