খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে যোগ না দেয়া কৌশল নয়; অপকৌশলের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মির্জা ফখরুল সংসদে যোগ না দেয়ায় বিএনপির জন্য ভালো হবে না। হানিফ বলেন, দলটির অন্য সদস্যরা শপথ নিলেন কিন্তু ফখরুল নিলেন না এর মাধ্যমে বিএনপির বিভক্তি স্পষ্ট। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি। হানিফ বলেন, বিএনপি জামায়াতের রাজনীতি মানেই অশুভ রাজনীতি।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০