খবর ২৪ঘণ্টা ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের নির্যাতনের শিকার তাদের অনেক নেতা এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন। হকারগিরি করছেন।
তিনি আরও বলেন, ‘সুতরাং রাজনীতিকরা সব খারাপ এটা বলা ঠিক হবে না। দেশের জন্য তাদের এই ত্যাগকে মূল্যায়ন করতে হবে।’
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক কাউন্সিলে মির্জা ফখরুল এসব কথা জানান।
তিনি বলেন, ‘ব্যক্তিকে দেখে কখনো সামগ্রিক রাজনীতির বিচার করা উচিত নয়। সাংবাদিকরা মহান পেশায়, তাদের এসব সবচেয়ে বেশি ভাবতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে গভীর সঙ্কট বিরাজ করছে। এই সঙ্কট সমাজ, রাষ্ট্র জীবন থেকে ব্যক্তি জীবনেও দেখা দিয়েছে।’
এ সময় তিনি বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। আমরা তার মুক্তির কথা বলছি। চেষ্টা করছি। আন্দোলনও করছি। কিন্তু, সব সময় সব আন্দোলন সফল নাও হতে পারে। ফ্যাসিবাদের সঙ্গে লড়াই করছি।’
বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, এমএ আজিজ প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০