খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশে বগুড়াসহ উত্তরাঞ্চলের প্রায় জেলাতেই বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া গেছে। এজেন্টদের তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। গত দুই দিনে এ অঞ্চলে তিন শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। এছড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এমন অভিযোগ করেন গাইবন্ধা-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মাজেদুর রহমান।
অপরদিকে বগুড়া-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মোশারফ হোসেন নেতাকর্মীদের জীবনের নিরাপত্ত নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, ৩০ তারিখে নেতাকর্মীরা কেন্দ্রে যেতে পারবে বলে মনে হয় না।
এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, যারা নাশকতা করতে পারে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
বগুড়ার পাশাপাশি রাজশাহী, নাটোর, নওগা, জয়পুরহাট, রংপুরের প্রায় আসনগুলোতেই গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র: ভোয়া
খবর২৪ঘণ্টা/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০