নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে বাস-ট্রাক অতিক্রম করার সময় চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাজশাহী কলেজ ছাত্র ফিরোজ (২৬) এর অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে তার অস্ত্রপাচার সম্পন্ন হলে তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বাস ও ট্রাক চালকের বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বগুড়া থেকে রাজশাহীগামী একটি বাসে করে রাজশাহী যাচ্ছিল কলেজ ছাত্র ফিরোজ। বাসটি কাটাখালি পৌরসভা ভবনের সামনে পৌঁছালে রাজশাহীর দিক থেকে যাওয়া
বালুবাহি একটি ট্রাক ক্রসিং করে। বাস ও ট্রাক পার হওয়ার পর স্থানীয়রা একটি কাটা হাত পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। তবে কিভাবে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি বাইরে থাকায় এ ঘটনা ঘটেছে। কলেজ ছাত্র ফিরোজের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০