খবর২৪ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তারাকান্দা থানার ওসি মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছয় জনের নাম সোনা মিয়া (৩৫), আইয়ূব আলী (৫৫), আব্দুল করিম (৩৫), মাজহারুল ইসলাম (১৯), সলিম উদ্দিন (১৯) ও নাজিম উদ্দিন ভূঁইয়া (৪০)। এর মধ্যে সোনা মিয়া সিএনজিচালিত অটোচালক, যার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়ায় এবং বাকি পাঁচ জন যাত্রী, যাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকায়।
ওসি জানান, নিহত-আহত সবাই অটোরিকশায় ছিলেন। ইমাম পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহবুব হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আহত যাত্রীর মৃত্যু হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০