খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বারবার আন্দোলন করতে চাই না। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, একদিনের আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনা সভায় মাহবুব হোসেন আরও বলেন, বাংলাদেশে বিচার যেমন বন্ধ তেমনি আদালতও আজ বন্ধ।
সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। হঠাৎ করে কিসের নিরাপত্তার অযুহাতে সরকার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম কারাগারের ভেতর স্থানান্তরিত করল? কারণ, কারা কর্তৃপক্ষ জানিয়েছেন খালেদা জিয়া অসুস্থ। তাকে আদালতে হাজির করা যাবে না। সরকার তাড়াহুড়ো করে খালেদা জিয়াকে অন্য একটি মামলায় সাজা দিতে চাচ্ছে।
সরকার গ্রেনেড হামলা মামলায় পাতানো রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে দলীয় নেতাকর্মীদের উত্তপ্ত করতে পারে বলে আশঙ্কা করেন বিএনপির সিনিয়র এই আইনজীবী।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের গণতান্ত্রিকভাবে জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে। সরকার হটাতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপি কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মো. হানিফ প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০