পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীর কোলে কন্যা সন্তান, পিতৃ পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, উপজেলার ফুলবাড়ি গ্রামের দিনমজুরের বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী গত ১২ জুলাই রবিবার রামেক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয়। এর পর থেকে কন্যান্তানের পিতৃ পরিচয় নিয়ে গুনঞ্জন শুরু হয়। ভুক্তভোগি তরুণীর পরিবারের অভিযোগ, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবুল কালামের পুত্র সোহেল রানা (৩০) বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলভোন দেখিয়ে শারিরিক সম্পর্ক গড়ে তুলে।এতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় একাধিকবার সালিশ বৈধকে সমাধান করার চেষ্টা চালানো হয়। এতে অভিযুক্ত সোহেল রানার পরিবার প্রতিবন্ধী তরুণীকে বিয়ে করতে রাজি না হওয়ায় গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিবন্ধীর পিতা পুঠিয়া থানায় অভিযোগ দিলে পুঠিয়া থানা পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, প্রতিবন্ধী তরুণীর পিতার অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে আটক করা হয়। প্রতিবন্ধীর কন্যা সন্তানের পিতৃপরিচয় ডিএনএ পরীক্ষার করলে আসল পিতৃপরিচয় পাওয়া যাবে বলে তিনি জানান।
খবর২৪ঘন্টা/আব/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০