খবর২৪ঘণ্টা ডেস্ক: প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিল ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের এক যুবতী। আর সেই ‘অপরাধে’র শাস্তি দিতে নিজের মেয়েকে ধর্ষণ করলেন এক ব্যক্তি! আর তাতে যোগ দিলেন মেয়েটির ভাই ও দুই চাচা। ওই চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
মুজফ্ফরনগরের ধনেড়া গ্রামের বাসিন্দা ওই যুবতীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে পালানোর জন্যই তাঁকে ঘরে আটকে রেখে দেওয়া হয়। শুধু তা-ই নয়, ওই চার জন মিলে ধর্ষণ করে তাঁকে। রাজ্য পুলিশের এক কর্মকর্তা কুশল পাল সিংহ জানান, মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ওই চার জনের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে।
পুলিশের কাছে ওই যুবতীর আরও অভিযোগ, গণধর্ষণের পর তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আদালতে এক বিচারপতির কাছে ওই যুবতীর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০