খবর২৪ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: এক প্লাটর্ফমে নাচে সবার নজর কাড়ছেন চেন্নাইয়ের ক্যারিবিয়ান অল-রাউন্ডার ব্র্যাভো এবং ধোনি কন্যা জিভা৷ এমন ভিডিওই ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে৷ সোমবার ১৫ মে সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান রায়নার ছোট মেয়ে গার্সিয়ার জন্মদিন ছিল ৷ জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের বেশিরভাগ ক্রিকেটার৷ সেখানেই ধোনির ছোট মেয়ে জিভা এবং ব্র্যাভোকে একসঙ্গে নাচ করতে দেখা গেল৷
সোমবারই দু’বছরে পা রেখেছে ছোট গার্সিয়া৷ মেয়ে ও স্ত্রীকে নিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেন রায়না৷ পাশাপাশি টুইটারে পোস্ট করে গার্সিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং ও৷ চেন্নাই সুপার কিংস দলের অফিসিয়াল টুইটারে গার্সিয়ার বার্থ-ডে পার্টির একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দলের ব্র্যাভোকে ডিজের ভূমিকায় দেখা যায়৷ মাইক হাতে ‘চ্যাম্পিয়ন’ গান গাইতে দেখা যায় ক্যারিবিয়ান অলরাউন্ডারকে৷ যার তালে তালে কোমর দোলাতে দেখা যায় জিভা, গার্সিয়া সহ বাকি বাচ্চাদের৷
শুক্রুবার ফিরোজশাহ কোটলায় নিজেদের ১৪ নম্বর ম্যাচ খেলতে নামছে সুপার কিংস৷ চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত আট ম্যাচে জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে দু’নম্বরে রয়েছে ধোনিব্রিগেড৷ প্লে-অফের লড়াইয়ে নিজেদের জায়গাও পাকা করে নিয়েছে চেন্নাই৷ সামনের দুটি ম্যাচে হার জিত প্লে-অফে প্রভাব ফেলতে না-পারলেও দুটি ম্যাচ জিতে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে নিজেদের জায়গা ধরে রাখতে চাইবে সুপার কিংসরা৷
চেন্নাইয়ের হয়ে একাদশ আইপিএলে এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি রায়না৷ ‘টি-টোয়েন্টি-র ব্র্যাডম্যানকে’ এখনও পুরোদমে পাওয়া যায়নি৷ স্বাভাবিকভাবেই পরের ম্যাচগুলোতে পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন সুপার কিংসের মারকুটে বাঁ-হাতি ব্যাটসম্যান৷
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০