বান্দরবান প্রতিনিধি: “ ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুুত আমরা ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ,এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা:আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:ইয়াছির আরাফাত,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা:অংচালু,ডা:বেলায়েত হোসেন,ডা:চিংশেয়োয়ে প্রু বাচিং,সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মর্কতা সাসুইচিং মারমাসহ বিশেষজ্ঞ ডাক্তার ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১৩ টি জেলার ৭১টি উপজেলায় এখন ও ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলায় এখন ও ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বাধিক। এসময় বক্তারা ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া রোগ নির্মূলের জন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকলকে সচেতন হতে এবং ঘুমানোর সময় অবশ্যই কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করার অনুরোধ জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০