বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত পাহাড় ধসে মর্মান্তিকভাবে নিহত মুন্নী বড়–য়ার বাৎসরিক সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান সদরের মধ্যম পাড়ায় মুন্নি বড়ুয়ার বাসভবনে এই বাৎসরিক সংঘ,অষ্ঠপরিস্কার দান,নবগ্রহ ,পরিত্রাণ পাঠ,বুদ্ধ পূজা ,সীবলী পূজা ও বর্ষাবাস চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এসময় বাৎসরিক সংঘদান অনুষ্ঠানে বান্দরবান উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ:চাইন্দাওয়ারা মহাথের উপস্থিত থেকে মুন্নী বড়–য়ার পরলৌকিক শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড সম্পাদান করেন।
এসময় অনুষ্ঠানে পাহাড় ধসে নিহত মুন্নী বড়–য়া পরিবারের সদস্য ও বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,২০১৭ সালের ২০ জুলাই বান্দরবান থেকে রুমা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে যাওয়ার সময় বান্দরবান -রুমা সড়কের দলিয়ান পাড়ায় পাহাড় ধসে মমার্šিÍকভাবে মাটি চাপা পরে মুন্নী বড়–য়াসহ আরো ৪ জন। তিনদিন পরে চট্টগ্রামের বাঁশখালীর কর্নফুলীর নদী থেকে মুন্নী বড়–য়ার লাশ উদ্বার করে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০