খবর ২৪ ঘণ্টা ডেস্ক:বান্দরবানের রাজবিলা এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সাবেক এক নেতাকে গুলি করেছে। তার নাম অংক্য চিং মারমা (৫২)। তার মাথায় গুলি লেগেছে।
রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই বাজারটি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নের জনসংহতি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
তার ছেলে বাবুল মারমা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, রাতে কে বা
কারা অংক্যচিং মারমাকে তার ঘরে গুলি করে। ঘটনার পর সেখানে রাজবিলা ক্যাম্প
থেকে পুলিশ পাঠানো হয়েছে।
কি কারণে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
গুলিবিদ্ধ নেতার ছেলে বাবুল মারমা জানিয়েছেন, মারমা সম্প্রদায়ের
বর্ষবরণ সাংগ্রাই উৎসবের সময় এ ঘটনা ঘটে। কে বা কারা তার বাবাকে বাসায়
এসে গুলি করেছে সেটি জানতে পারা যায়নি। গুলিটি তার মাথায় লেগেছে।
বাবুল জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।
এদিকে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা না গেলেও স্থানীয়রা বলছেন, আহত
অংক্যচিং আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ছেড়ে সাম্প্রতিক সময়ে
আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে পড়ায় প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা
করতে পারে।
ওই এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তার নিয়ে জনসংহতি সমিতিসহ বেশ কয়েকটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০