বান্দরবান প্রতিনিধি: সেবাই ধর্ম , সেবাই কর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতি নার্স দিবস । দিবসটি উপলক্ষে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। ভারপাপ্ত সিভিল সার্জন ডা: মাজেদুর রহমানের সভাপতিত্বে বান্দরবান সদর হাসাপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্স এসোসিয়েশানের সভানেএী ও বান্দরবান সড়র হাসপাতাল নাসিং বিভাগের সুপার ভাইজার ডালিমা হাওলাদার , প্রাওম পরিচালক জেলা সেবা অধিদপ্তরের কমর্,কর্তা জনাবা পুমা ক্ষয় ,বান্দরবান নাসিং এসোসিয়েশানের সাধারন সম্পাদক প্রদীপ কুমার ভট্টার্চায ,জেলা পাবলিক হেলর্থ নার্স দীপ্তি রানী চেীধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন সেবার আর্দশকে বুকে ধারন করে মানুষকে সেবা করা হল একজন নার্সের ধর্ম । যে কোন রেগীকে নিজের সর্বচ্ছ দিয়ে সুস্থ করে তার আপন স্থানে যাওয়া পর্যন্ত কাজ করে যায় এক একজন নার্স । তাই এই কাজের আগ্রহ বাড়তে সরকার যদি নার্সিং এর উপর যদি আরো গুরুত্ব আরোপ করতেন তাহলে নার্সিং এর প্রতি ছেলে মেয়ের আগ্রহী হয়ে উঠত বলে অতিথিরা আশাবাদ ব্যাক্ত করেন । তাই দেশের মানুষের সেবার গুরুত্ব বাড়াতে নার্সদের উন্নত ও দক্ষ প্রশিক্ষনের ব্যাবস্থা করে সেবার মানকে আরো বেশি তড়ান্তিত করার জন্য সকল নার্সবৃন্দ সরকারের কাছে আহব্বান জানান ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০