রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.মনি আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার(২জানুয়ারি) বিকালে ঘুড়ি মার্কা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে তিনি ইশতেহার ঘোষণা করেন।
মনি তার নির্বাচনী কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে এ ইশতেহার ঘোষনা করেন।
অত্র ২ নং ওয়ার্ড বাসির জন্য ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে..
১.গৃহহীনদের পাশে থেকে ঘরের ব্যবস্থা করা।
২. মুসলিম-হিন্দু মিলেমিশে কাজ করা।
৩. ওয়ার্ডবাসির নাগরিক সুবিধা যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রাপ্তি নিশ্চিত করা।
৪. অত্র ওয়ার্ডে যুবসমাজের মানসিক বিকাশে মাদককে না বলে খেলাধুলায় সম্পৃক্ত করা।
৫. বাল্য বিবাহ প্রতিরোধ ও কন্যাদায়গ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা।
৬. মসজিদ- মন্দিরসহ সকল ধর্মীয় স্থাপনার সংস্কার ও উন্নয়ন সাধন করা।
৭. অত্র ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ফেলার ডাস্টবিন বাক্স স্থাপনের ব্যবস্থা করা।
৮. এবং এলাকার অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা।
ইশতেহার ঘোষনা শেষে মেম্বার প্রার্থী মনি বলেন, আগামী ৫ জানুয়ারী বানেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আমাকে ঘুড়ি মার্কা প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
এবং আমার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ঘুড়ি মার্কা প্রতিকে আপনাদের মুল্যবান ভোট প্রার্থনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, আমরুল, মানজুর রহমান, হাসান আলী, হায়দার, ফারুক, আলাউদ্দিন, সোহাগ শাহ, উত্তম পাল, ওয়াশিমদাশ, কামরুল, সেলিম,ও সবুজ, রাজু শেখ ও গোলাম রাব্বানী প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০