আগামী ৫ই জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন।
তারই ধারবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনি (ঘুড়ি মার্কা) প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছে গনসংযোগ। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে বানেশ্বর ইউপির ২নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া, পালপাড়া, নামাজগ্রামসহ বেশ কিছু এলাকায় ঘুড়ি মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গনসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে মোঃ মনি বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে মেম্বার পদে (ঘুড়ি মার্কা) প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহলে আমি সেবা বঞ্চিত ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ পাব।
এসময় তিনি সকল শ্রেনী পেশা মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও ঘুড়ি মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০