পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
গত ইং-১৭-ডিসেম্বর ২০১৯ তারিখে বিজ্ঞ হাইকোর্ট হতে, গ্রাম পুলিশকে সরকারি করণের লক্ষ্যে, যে আদেশ প্রদান করেছেন, সেই আদেশ শান্তিপূর্ণ উপায়ে আদেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করার লক্ষ্যে, রাজশাহীর বানেশ্বরে জেলা গ্রাম পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা গ্রাম পুলিশ কমিটির উদ্যোগে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে পর্যন্ত এই সভা অনুষ্ঠত হয়। জিউপাড়া ইউপি গ্রাম পুলিশ ও পুঠিয়া থানা কমিটির সভাপতি মোঃ মালিকের সভাপতিত্বে, সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম পুলিশের জেলা
সভাপতি, মোঃ আতাউর রহমান, দফাদার, জাহানাবাদ ইউনিয়ন মোহনপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক গ্রাম পুলিশ কমিটি রাজশাহী জেলা শাখা ও দফাদার 8 নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন, বাগমারাসহ রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত চৌকিদার ও দফাদার গন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০