পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
জাতীয় শোক দিবস উপলক্ষে ৯৪ জন অসহায় দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুদ প্রদান করেছে মাসীহা প্রতিবন্ধী কল্যাণ ফাউনডেশন। রাজশাহী জেলার পুঠিয়ার বানেশ্বরে বুধবার সকাল ১০ টা থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বানেশ্বর কলা বাজার সংলগ্ন নিজ অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পুঠিয়া -দূর্গাপুর, চারঘাট উপজেলার নারী-পুরুষ ও প্রতিবন্ধদের এ্যাজমা(হাঁপানী),শ্বাসকষ্ট, যৌন, এলার্জি, অশ্ব-পাইলস, পরিবার পরিকল্পা ও মহিলাদের বিভিন্ন রোগের স্বাস্থ্যসেবা সহ সচেতনা বৃদ্ধি মূলক পরামর্শ প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সারওয়ার মুর্শেদের সভাপতিত্বে বাংলাদেশ এ্যাজমা ফান্ডেশনের সহযোগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা.নজরুল ইসলাম, এমবিবিএস (ঢাকা) এক্স
সিভিল সার্জন, ডা.রফিকুল ইসলাম সুজন, এবিবিএস ঢাকা এইচএম ও মেডিসিন বিভাগ(রামেক),ডা.আক্তার সরফ রাজ মিন্টু, বি.এম.এস.সি,ডা.মোছাঃ ববি খাতুন, বি.এম.এস ও তাদের সহযোগী টীম ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম, বানেশ্বর বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী ও বানেশ্বর বণিক সমিতর কার্যকারী সদস্য জনাব আলহাজ্ব ওসমান আলী,বানেশ্বর ৩নং ওয়াডের মেম্বার মোঃ আজিজ সহ প্রমূখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০