পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া একটি নালা থেকে রজুফা (৪০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানেশ্বরের রঘুরামপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুঠিয়া থানার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান ভুইয়া (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেন। নিহত রজুফা বানেশ্বরের বিহারিপড়া এলাকার মৃত: জসিম মন্ডলের স্বামী পরিত্যাক্তা মেয়ে। স্বামী তালাক দেওয়ার পর থেকে বাবার বাড়িতেই থাকতো সে।
নিহতের মা নুন্নি বেওয়া জানায়, সপ্তাহ আগে রজুফা খুটিপাড়া তার বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে দুইদিন থাকার পর নিজ বাড়ির বের হয়। কিন্তু ৪/৫ দিন অতিবাহি হয়ে গেলও বাড়ি না ফিরায়, তার মা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। এরই মোধ্যে শনিবার সকাল শুনতে পান যে রঘুরামপুর নালাই লাশ ভাসছে। স্থানীয়দের দাবি, রজুফা মিরগি রোগে আক্রান্ত ছিল। সে নালার উপড় বাশেঁর সাকো(আড়) দিয়ে পার হতে গিয়ে পা শ্লিপ করে পরে গিয়ে মারা যেতে পারে। পুঠিয়া থানার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান ভুইয়া (পিপিএম) জানায়, আমরা খবর পেয়ে রজুফার মরদেহ নালায় পরে থাকা অবস্থায় উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে। লাশটি উদ্ধারের সময় প্রচুর দুগন্ধ ছরাই। তবে দুই /তিন দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০