বানেশ্বরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০১৮, ৬:৪৩ পি.এম
বানেশ্বরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ৩ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। শনিবার দুপুুুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় তার নিজ বাড়ীর কাছ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আলী হোসেন (৬০)।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল উদ্দিন আহম্মেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সেকেন্ড অফিসার ইফতেখারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর পূূূর্রপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীসহ ৩ লিটার চোলাইমদ উদ্ধার করেন। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও দায়ের করা হবে বলে জানান (ওসি) শাকিল উদ্দিন আহম্মেদ।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০