দফায় দফায় বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সমাবেশ চলে। বিএনপির সমাবেশকে গিরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশের চারপাশে পুলিল, র্যাব, ডিবি ও অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ তাদের রাস্তায় আসতে দফায় দফায় বাধা দেয়া হয়েছে। এমনকি সমাবেশস্থলে প্রবেশের সময়ও বাধা দেয়া হয়েছে। সমাবেশের স্থানটি ছোট হওয়ায় রাস্তায় দাঁড়াতেও বাধা দেয়া হয়। মঞ্চের উত্তর দিকের রাস্তায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান নেয়। তারা সমাবেশে আসা লোকজনকে রাস্তার মধ্যেও দাঁড়াতে দেয়নি। এরপরও বিএনপির সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
আরো বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ও বরিশালের নেতা মজিবর রহমান সারোয়ার, যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এমপি, খুলনা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রামের মেয়র প্রার্থী ডা. শাহাদাত, ঢাকার মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও সাদেক হোসেন খোকার ছেলে এবং মেয়র প্রার্থী ইশরাক হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা লে. কর্ণেল আ. লতিফ, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইচ, সেক্রেটারী মাহফুজুর রহমান রিটন প্রমুখ।
ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটনা হবে। সবাইকে আন্দোলনের মাঠে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০