বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার যৌথ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেল সোয়া ৪টায় চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে উপজেলার পারশাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৮টায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন- নাজমুল হোসেন,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিপ্লব। চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ন কবির, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিমুল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বক্তব্যকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকান্ডোর চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
আগামীতেও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দরকার। বিএনপি'র রাজনীতি সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী জেলার আহ্বায়ক কুলাঙ্গার আবু সাঈদ চাদকে এক বছর আগেই বাঘা চারঘাটে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় সারাদেশে তার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাজপথের রাজনীতি করে। তাই হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ও সুষ্ঠ অবাধ নির্বাচন চাই।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যোগাযোগ সহ সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়েছে। যাদের থাকার ঘর ছিল না তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন।
উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজসহ চারঘাট-বাঘার আওয়ামী লীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০