বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে আটক করে গণপিটিুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বেড়েরবাড়ি বিনিময়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ইফতারের আগে উপজেলার বেড়েরবাড়ি বিনিময়পাড়া গ্রামের আজমত উল্লার কলেজ পড়ুয়া ছেলে রাজু আহম্মেদ (২১)। ৫ বছরের শিশুকে বিস্কুট কিনে দেয়ার নাম করে পাশে এক পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া রাজুকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, অভিযুক্ত রাজু আহম্মেদ নিজের অপরাধ শিকার করেছে।মঙ্গলবার সকালে মামলা রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০