বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১৬৫ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-নাটোরের হগুলবাড়িয়া গ্রামেরে শাকিবুল ইসলাম ও তেবাড়িয়া গ্রামের সরল আলীকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী হরিরামপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে ১০০ পিচ ইয়াবা নিয়ে নিজ এলাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় তাদেও দুইজনকে গ্রফতার করা হয়।
অপর দিকে শুক্রবার(২৮-০৯-১৮) দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের হায়দার আলীর ছেলে স¤্রাট আলীকে আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে থেকে ৬৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিনজনের নামে মাদক দ্রব্য আইনে মালা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ থানায় নতুন যোগদানের পর মাদক নিয়ন্ত্রন অভিযান অব্যাহত রাখা হয়েছে। মাদকের সাথে সম্পৃক্ততা কাউকে ছাড় দেয়া হবে না।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০