নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ জন ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্য। গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী এ উপজেলায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা
পৌঁছায় ১০২ জন। বাঘা উপজেলায় প্রথম করোনায় এক বৃদ্ধ মারা যায়। শুধু বাঘা উপজেলায় নয় জেলার ৯টি উপজেলায় ও মহানগর মিলিয়ে প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হয়। ৯টি উপজেলার মধ্যে পবা উপজেলায় সবচাইতে বেশি ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর রয়েছে চারঘাট, মোহনপুর ও তানোর উপজেলা।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০